চৌগাছায় জাতীয় বীমা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় বীমা দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুর ১২.০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলসারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক,উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস,মৎস্য কর্মকর্তা হরিদাস বিশ্বাস,প্রেসক্লাব চৌগাছার সাধারন সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা,খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান প্রমুখ।

“মুজিববর্ষে অঙ্গিকার, বীমা হবে সবার” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস -২০২২ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পান চৌগাছা সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র রাসুল বিশ্বাস, দ্বিতীয় পুরষ্কার চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলাম সম্পদ এবং তৃতীয় পুরষ্কার পান হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী নামিরা খাতুন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বাংলাদেশে যে সমস্ত বীমা প্রতিষ্ঠান আছে তাদের নীতি নৈতিকতা ঠিক থাকলে সাধারন মানুষের প্রত্যেকের বীমা করা উচিৎ। কেননা বীমা ঝুঁকি নিরসনের একটি মাধ্যম।

রায়হান হোসেনে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ