নিজস্ব প্রতিবেদক: যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তিনি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। এসময় মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুর রহমান। বক্তব্য রাখেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, সহযোগী অধ্যাপক এএইচএম আব্দুর রউফ, সহযোগী অধ্যাপক অজয় কুমার সরকার, সহযোগী অধ্যাপক আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবিব, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুদ্দিন আহমেদ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাজাদ জাহান দিহান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, যশোর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা পরিষদের সদস্য হাজেরা পারভীন, প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, শেখ শাহেদ হোসেন নয়ন প্রমুখ।
জাগোবাংলাদেশ/এমআই

