ঝিকরগাছায় গণটিকা কার্যক্রমে মানুষের ঢল

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: এক কোটি মানুষকে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা দেওয়ার লক্ষ্যে দেশে গণ টিকাদান অভিযান শুরু হয়েছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)। এই টিকা প্রদানের অংশ হিসেবে ঝিকরগাছায় টিকাদান কার্মসূচি শুরু হয়েছে।

ঝিকরগাছা স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, ১১টি ইউনিয়নে অস্থায়ী কেন্দ্র ছিল ৩৩টি, পৌরসভায় ৪টি, ও হাসপাতালে স্থায়ী কেন্দ্র একটি। গণটিকাদান কর্মসূচিতে শনিবার ১১টি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে সিনোভ্যাক প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২৫৮৪জন, পৌরসভার ৪টি কেন্দ্রে টিকা নিয়েছেন ১০২০জন। এছাড়া ১৭৬০জন হাসপাতালে স্থায়ী কেন্দ্রে প্রথম ডোজের টিকা নিয়েছেন। একইদিনে ফাইজার প্রথম ডোজ টিকা নিয়েছেন আরো ২২৩৮জন। তবে দ্বিতীয় ও বুস্টার ডোজও চলমান ছিল।শুক্রবার করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭৯০জন, বুস্টার ডোজ নিয়েছেন ১০০জন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত ঝিকরগাছায় করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৫৬৫৭২জন, দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৬৪৩৬৫জন এবন বুস্টার ডোজ নিয়েছেন ৬৪৫০জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম জানান, গণটিকাদান কর্মসূচিতে বিভিন্ন কেন্দ্রে প্রচুর ভিড় ছিল। তবে হাসপাতালে স্থায়ী কেন্দ্রে ভিড় সবথেকে বেশি। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান কর্মসূচি আরও দুদিন চলবে।

শাহজামাল শিশির/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ