বেবি বাম্পের ছবি শেয়ার করলেন পরীমণি

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: মাতৃত্বের নতুন ট্রেন্ড বেবি বাম্পের ছবি প্রকাশ করা। বিশেষ করে তারকারা যখন অন্তঃসত্ত্বা হন, তখন পেট উন্মুক্ত করে কিংবা পেটের উপর হাত রেখে ছবি তোলেন। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

এবার এই ট্রেন্ডে সামিল হলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। অন্তঃসত্ত্বা এই নায়িকা তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল, পেটে হাত রেখে হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শব্দেরা মিলায়ে যায়’। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন নায়িকা। মুখের স্নিগ্ধ হাসিটাই যেন সব বলে দিচ্ছে।

পরীমনির বিয়ে

গত ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। একইসঙ্গে জানান, তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি। এরপর গেল ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিয়ে করেন রাজ-পরী। সেখানে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের ঘনিষ্ঠজনেরা।

এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কাজ থেকে বিরতি নিয়েছেন পরীমণি। রাজও সেভাবে কাজ করছেন না এখন। স্ত্রীকে সার্বক্ষণিক সময় দিচ্ছেন, খেয়াল রাখছেন।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ