লিডসের জালে সালাহ-সাদিও মানের গোল উৎসব

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে রীতিমতো গোল উৎসবে মাতলো শিরোপার দৌড়ে থাকা লিভারপুল। আক্রমণের পর আক্রমণে লিডস ইউনাইটেডকে দিশেহারা করে ছাড়লেন মোহামেদ সালাহ-সাদিও মানেরা। অ্যানফিল্ডে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল

২৬ ম্যাচে ১৮ জয় আর ৬ ড্রয়ে এখন ৬০ পয়েন্ট লিভারপুলের। সমান ম্যাচে ২০ জয়, ৩ ড্রয়ে ম্যান সিটির পয়েন্ট ৬৩।

লিডস ইউনাইটেডকে শুরু থেকেই কোণঠাসা করে রেখেছিল জার্গেন ক্লপের দল। ম্যাচের ১৫তম মিনিটে সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় তারা। ডি-বক্সে সফরকারীদের ডিফেন্ডার স্টুয়ার্ট ডালাসের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় লিভারপুল।

৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতিপ। ডান দিক থেকে সালাহর পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে ডান পায়ের উঁচু শটে জাল কাঁপান ক্যামেরুনের এই ডিফেন্ডার।

পাঁচ মিনিট পর আরেকটি পেনাল্টিতে ৩-০ করে ফেলে লিভারপুল। এবার ডি বক্সে সাদিও মানেকে ফাউল করেছিল লিডস। নিখুঁত স্পট কিকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন সালাহ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের এই ধার বজায় রেখেছিল রেডরা। শেষদিকে এসে দশ মিনিটের ব্যবধানে (৮০ আর ৯০তম মিনিটে) দুই গোল করেন মানে। আর যোগ করা সময়ের শেষ মিনিটে দারুণ হেডে লিডসের কফিনে শেষ পেরেক ঠুকেন ভার্জিল ফন ডাইক।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ