জাগো বাংলাদেশ ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে নিজ ঘর থেকে এক স্কুলছাত্রের গলাকাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহিরুল ইসলাম (১৬) পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকার বারেক সরদারের ছেলে। সে সমিতিরহাট একে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা বারেক সরদার কাতারপ্রবাসী।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকায় নিহত ওই ছাত্রের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে কালকিনি থানা থেকে পুলিশ গিয়ে জহিরুলের মরাদেহটি ঘর থেকে উদ্ধার করে। মরাদেহের শরীরে ধারালো অস্ত্র দিয়ে গলায় কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে, এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহুর্তে কিছু বলা যাবে না।
জাগোবাংলাদেশ/এমআই

