স্পোর্টস ডেস্ক: মাত্র ১১ রানেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে শুভ সূচনা করেন মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের ১৭ রানে আরেকটি উইকেট ফেলতে পারতো টাইগাররা। তবে তাসকিনের করা পঞ্চম ওভারের ৫ম বলে ইব্রাহিম জাদরানের ক্যাচ ফেলে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। জীবন ফিরে পেয়ে রহমত শাহকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জাদরান। দুই জন মিলে করেন ৪৫ রান। আফগানদের সেই প্রতিরোধে এবার আঘাত হানলেন শরীফুল ইসলাম। টাইগার পেসারের বল স্লিপে থাকা ইয়াসির আলী চৌধুরীর হাতে তুলে দিয়ে সাজঘরে ফেরেন ইবরাহিম জাদরান। ক্রিজ ছাড়ার আগে এই ওয়ানডাউন ব্যাটার ২৩ বলে ১ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন।
১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৫৬ রান।
ক্রিজে রয়েছেন রহমত শাহ (২৩) এবং অধিনায়ক হাশমউল্লাহ শহীদি (০)।
শুরুতেই মোস্তাফিজের আঘাত
সুপার লীগের অন্তর্ভূক্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজ জিতলে লীগ টেবিলের শীর্ষে উঠবে টাইগাররা।
আর আফগানদের হোয়াইটওয়াশ করলে আইসিসি র্যাঙ্কিংয়েও হবে উন্নতি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বল দুর্দান্ত শুরু এনে দিলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের তোপে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারালো আফগানরা।
মাত্র ৭ রানে সাজঘরে ফিরলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১৪ বল খেলে ১টি চার হাঁকান তিনি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মোস্তাফিজকে খুলতে গিয়ে তামিম ইকবালের তালুবন্দি হন গুরবাজ।
৪.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৪ রান। ক্রিজে রয়েছে ইবরাহিম জাদরান (৩) এবং রহমত শাহ (১)।
বোলিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বীর। এর আগে টেস্ট খেলা ইয়াসির সাদা বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের রঙিন পোশাকেও শুরু হলো তার যাত্রা।
গত জুলাইয়ে শেষ ম্যাচ খেলার পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টাইগাররা। সিরিজের তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। বর্তমানে ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

