ন্যায্যমূল্যে টিসিবির পণ্য মিলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

আরো পড়ুন

ঢাকা অফিস: ন্যায্যমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য বিক্রির মেয়াদ আরো চার দিন বাড়লো। চার দিন বেড়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এসব পণ্য বিক্রি হবে। টিসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩ ফেব্রুয়ারি থেকে টিসিবি ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শুরু করে। এটি চলার কথা ছিলো ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এখন এর মেয়াদ আগামী শনিবার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।

টিসিবির এই কার্যক্রমে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হয়। এখানে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। একজন ২ কেজি করে পণ্য এবং ২ লিটার তেল নিতে পারেন।

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে ৪৫০টি ট্রাকে এসব পণ্য বিক্রি হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ