নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ট্রাকচাকায় পৃষ্ট হয়ে ইসমাঈল হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ছুটে গ্রামের আফজাল হোসেনের ছেলে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা মোড়ে এ ঘটনা ঘটে।
চাঁদপাড়া গ্রামের জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর বলেন, জীননগর থেকে মহেশপুর হয়ে একটি অ্যাপাচি মোটরসাইকেলে চালিয়ে চৌগাছার দিকে যাচ্ছিলেন ইসমাঈল হোসেন। এসময় পেছন দিক থেকে দশ চাকার একটি ট্রাক তাকে পিষ্ট করে দ্রুতগতিতে চৌগাছার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাঈলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটকে চেষ্টা চলছে।

