ডেস্ক রিপোর্ট: আগামীকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুুলছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের প্রস্তুতি শেষ হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খুলছে ২ মার্চ। আর আপাতত বন্ধই থাকছে প্রাক-প্রাথমিকের ক্লাস।
শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এ জন্য শিক্ষার্থীদের মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। যে সব শিক্ষার্থী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারা সরাসরি শ্রেণী কার্যক্রমে অংশ নিতে পারবে। বাকিদের অনলাইন ও টিভিতে ক্লাস করতে হবে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কেবলমাত্র দুই ডোজ পাওয়া শিক্ষার্থীরাই স্ব-শরীরে ক্লাস করতে পারবে। যেহেতু করোনাভাইরাসের কারণে গত এক মাস বন্ধ ছিলো, তাই যেখানে শেষ, সেখান থেকে শুরু করা হবে। বর্তমানে আগের চেয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। দ্রুত সময়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে।
করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে।

