নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান শহীদ দিবস পালিত হয়েছে। ১২টা ১মিনিটে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ভরে যায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনার।

যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীন চাকলাদার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তারা, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ একে একে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের প্রতি।

গভীর রাত থেকে পায়ে হেঁটে সবাই শহীদ মিনারের দিকে ছুটে আসেন বিভিন্ন শ্লোগান দিতে দিত ।

