যশোরে ভাই বোনের জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে আহত ৩

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ ফেব্রয়ারি) বিকাল ৪টার দিকে যশোর রেলস্টেশন ওভার ব্রিজের বিপরীতে হিজড়া বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ওই এলাকার মনা কাজীর ছেলে ওসমান (২৬) ও ইমরান হোসেন (২৪) এবং অপর পক্ষের বাবু (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মনা কজীর সাথে তার বোন বেবির সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। এই কারণে শনিবার বিকালে বেবির ছেলে বাবু তার মামাত ভাই ওসমান ও ইমরানকে ছুরিকাঘাত করেন। এসময় ওসমান ও ইমরান পল্টা বাবুকেও ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, তিনজনের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছ। তবে তারা শঙ্কামুক্ত।

কোতোয়ালি থানার এসআই মহিউদ্দিন বলেন, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো। এব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ