নির্বাচন কমিশন গঠনে ২০ জনের নাম চূড়ান্ত, কাল আবার বৈঠক

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার খুঁজে বের করতে পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। ১০ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল আবারও বৈঠকে বসবে কমিটি।

আজ শনিবার (১৯ ফোব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব সামসুল আরেফিন এই কথা জানিয়েছেন

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত নাম বাছাইয়ে আরও দুএক দিন বৈঠক হবে।

প্রস্তাবিত নামের তালিকার বাইরে থেকে কোনো নাম নেওয়া হয়েছে কি না এবং বাছাইকৃত ১০ জনের নাম প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আরও দুএক দিন মিটিং হওয়ার পরে বিস্তারিত জানানো হবে।

এদিন সকাল ১১টায় কমিটির পঞ্চমবারের মতো বৈঠকে বসে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি এবং ব্যক্তিগতভাবে প্রস্তাবিত ৩২২টি নাম পেয়েছে সার্চ কমিটি। ইতোমধ্যে সেই তালিকা সংক্ষিপ্ত করে প্রায় ৫০ জনের নাম বাছাই করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদা কমিশনের মেয়াদ শেষ হয়েছে।গত শনিবার, রোববার ও মঙ্গলবার মোট ৩ দিনে ৪ দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছে সার্চ কমিটি। ১৬ ফেব্রুয়ারি চতুর্থ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন জানিয়েছিলেন, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে।

প্রস্তাবিত ৩২২ জনের নাম গত সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি।

স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠন করা হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আইন অনুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। নাম সুপারিশের জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ