শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামে জুয়া খেলার আসর থেকে সরঞ্জামসহ ৮ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের রুবেল হোসেন (২৭), তুহিন আলম বাপ্পি (২৫), জাফর হোসেন তুষার (২৬), আনার আলী (৫৪), টিটু হোসেন (২৯) ও ভবারবেড় গ্রামের সজল হোসেন (২৫), সাইফুল ইসলাম চঞ্চল (৩৭), হান্নান কাজী (৩৫)।
এই বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদে বেনাপোল কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক, খুন, চোরচালান ও দাঙ্গা হাংঙ্গামার মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
জাগোবাংলাদেশ/নয়ন

