স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)। বহুল প্রতীক্ষিত এই ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার আগে আজ (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো ফাইনালের ফটোসেশন।
ফাইনালের ফটোসেশনে দুই দলের অধিনায়ক ট্রফি নিয়ে ছবি তোলেন, মুখোমুখি হন গণমাধ্যমের। তবে ফটোসেশনে দেখা মিললো না সাকিব আল হাসানের। ফরচুন বরিশালের অধিনায়কের পরিবর্তে ফটোসেশনে আসেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
একই সময়ে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানায় আসল ঘটনা। ফাইনালের আগের দিন পেটের পীড়ায় ভুগছেন অধিনায়ক। এ কারণে ফটোসেশন ও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাঠানো হয়েছে সহ-অধিনায়ক সোহানকে।
টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবকে অবশ্য ফাইনালে পাওয়ার প্রত্যাশা বরিশালের। সোহান জানান, ফাইনাল ম্যাচে সাকিবের নেতৃত্বেই ফরচুন বরিশাল মাঠে নামার কথা রয়েছে।
তিনি বলেন, সাকিব ভাই আসতে পারেনি। যার কারণে আমি আসা। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে উনি জিমে ছিলেন। সাকিব ফাইনালের বিবেচনায় আছেন কি না প্রশ্নে সোহান বলেন, ইনশাআল্লাহ্, আশা করি।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসেরও আশা, ফাইনালে তার প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন সাকিব। বললেন, কালকের ম্যাচে তো দুই জনের দেখা হবে আবার!
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ শুরু হবে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায়। টিভি পর্দার পাশাপাশি অনলাইনে ম্যাচটি সরাসরি দেখা যাবে র্যাবিটহ্যোলে।

