যশোর প্রতিনিধি : বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছেন তামান্না আক্তার নূরা। আবেদনপত্রটি বুধবার যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলেন তামান্না। সেই চিঠির প্রেক্ষিতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল দিয়ে তামান্নাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সেই কথোপকথনে প্রধানমন্ত্রী তামান্নাকে তার স্বপ্ন পুরনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করার পরামর্শ দেন। সেই পরামর্শের ভিত্তিতে আবেদন করেন তামান্না।

