জাগো বাংলাদেশ ডেস্ক: নড়াইলে মাদক মামলায় অহিদা বেগম নামে এক মহিলাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। এ মামলার অপর চারজনকে আসামিকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি অহিদা বেগম টিয়া যশোরের শংকরপুরের শরিফুল ইসলাম খানের স্ত্রী।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।
মামলা বিবরণে জানা যায়, ১৩/১০/২০১৫ তারিখে নড়াইল ডিবি পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক দ্রব্য উদ্ধার পরিচালনার সময় সদরের সীতারামপুর এলাকায় যশোর-নড়াইল সড়কে যশোর থেকে নড়াইল আসার সময় একটি প্রাইভেটকার তল্লাশীকালে গাড়ির চালকসহ চারজন যাত্রীতে তল্লাশী করে সাজাপ্রাপ্ত মহিলার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরি পকেটে রাখা ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। অপর আসামিদের বেকসুর খালাস দেয়া হয়।
জাগোবাংলাদেশ/এমআই

