স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে মারপিট

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মেয়েকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদ করায় বাবাকে মারপিটের ঘটনা ঘটেছে। গত শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মাটিপুকুর গ্রামে বখাটে জসিম উদ্দিন সহ তার লোকজনকে নিয়ে মেয়ের বাবার রবিউল হোসেনকে মারপিট করে। বখাটে জসিম উদ্দিন ওই গ্রামের হাশেম আলীর ছেলে। এ বিষয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারী) শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিত পরিবার।

জানা যায়, গত শনিবার দুপুরে মাটিপুকুর গ্রামের রবিউল হোসেনের মেয়ে কুল পাড়ার জন্য একটি কুল বাগানে যায়। দীর্ঘদিন ধরে মেয়েটি উত্ত্যক্ত করে আসা জসিম উদ্দিন আগে থেকে ওঁৎ পেতে থেকে কুল বাগানে প্রবেশ করে তার উপরে ঝাপিয়ে পড়ে এবং শ্লীলতাহানির চেষ্টা করে।

এসময় মেয়েটি আত্ম চিৎকার করে এবং অনেক চেষ্টার পরে পালিয়ে আসতে সক্ষম হয়। তাত্ক্ষণিক মেয়েটি বাড়িতে গিয়ে কান্না করতে থাকে এবং ঘটনার বিষয়টি বাবা মাকে খুলে বলে। ঘটনা শুনে মেয়েটির বাবা রবিউল হোসেন বখাটে জসিম উদ্দিনকে ডেকে নিয়ে প্রতিবাদ করলে তখন রবিউলের উপর চড়াও হয় বখাটে জসিম। এ সময় মোবাইলে ফোন করে নিজের লোকজন ডেকে বখাটে জসিম উদ্দিন তাদেরকে নিয়ে রবিউলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে জখম করে চলে যায়।

নিরুপায় হয়ে রবিউল হোসেন এ ঘটনার সঠিক বিচার ও বখাটে সন্ত্রীদের আইনের আওতায় আনতে গতকাল রবিবার শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্তরা ঘটনাটি ধামাচাপা দিতে ঘরোয়া ভাবে মেটানোর চেষ্টা করে। মিমাংসা করতে ব্যার্থ হয় এবং থানায় অভিযোগ দেওয়ার কথা শুনে আবারো চড়াও হয়ে ওঠে বখাটে জসিম উদ্দিন ও তার সহযোগীরা।

মেয়ের বাবা রবিউল হোসেন বলেন, আমার মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। অনেক আগে থেকেই বখাটে জসিম আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। এখন অভিযোগ তুলে নিতে বিভিন্ন সময়ে হুমকি ধামকি সহ নানাবিধ ভয়ভীতি দিচ্ছে বখাটে জসিম ও তার লোকজন।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ