তামিমের অলরাউন্ডার পারফরমেন্সে ফাইনালে যশোর

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আজিজুল হাকিম তামিমের অলরাউন্ডার পারফরমেন্সে ফাইনালে যশোর জেলা। সোমবার পটুয়াখালী স্টেডিয়ামে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে যশোর ১২০ রানের বড় ব্যবধানে বাগেরহাট জেলাকে পরাজিত করে।

যশোরের ক্রিকেটার আজিজুল হাকিম তামিম অলরাউন্ডার পারফরমেন্সে ব্যাট হাতে ৯৬ বলে ৭১ রান এবং ১০ ওভার বল করে ৪টি মেডেন আদায়ের পাশাপাশি ১৬ রানে দিয়ে চারটি উইকেট আদায় করেন। তার এ রান সংগ্রহের পথে তিনি হাঁকিয়েছেন আটটি বাউন্ডারির পাশাপাশি দুটি ওভার বাউন্ডারি। তিনিই হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে যশোর নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৪ রানের দলীয় ইনিংস গড়ে। পরে জাবাব দিতে নেমে বাগেরহাটের দলীয় ইনিংস গুটিয়ে যায় ৩৩ ওভার পাঁচ বলে ৮৪ রানে। এর ফলে যশোর ১২০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

যশোরের ব্যাটার আজিজুল হাকিম তামিম ছাড়াও মুন হোসেন ৫৯ বলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ৩২, আদ্রিব জামান বর্ন ৫৮ বলে চারটি বাউন্ডারিতে ২৯, রাহুল হোসেন ১৬ বলে একটি বাউন্ডারিতে অপরাজিত ২১ ও সোহানুর রহমান ৫৫ বলে দুটি বাউন্ডারিতে ১৫ রান করেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ২৫ রান।
বল হাতে বাগেরহাটের তৌহিদুল ইসলাম মোল্লা দুটি। এছাড়া একটি করে উইকেট নেন শাওন, শিহাব শরীফ ও মেহেদী হাসান।

বাগেরহাটের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ২৬ রান আসে অতিরিক্ত হতে। এছাড়া মেহেদী হাসান ৪৫ বলে দুটি বাউন্ডারিতে অপরাজিত ১৮, হাওলাদার রনি ২৭ বলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ১৭, রাকিব খান ৪৮ বলে দুটি বাউন্ডারিতে ১৩ রান করেন।

বল হাতে যশোরের আজিজুল হাকিম তামিমের চারটি উইকেট দখলের পাশাপাশি রাহুল হোসেন তিনটি, সোহানুর ইসলাম দুটি ও একটি উইকেট নেন আতিশ হাসান স্বরবণ।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ