ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার সদর উপজেলার টেংরামারি নির্জন এক মাঠের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) গেঞ্জি দিয়ে মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ।
রবিবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১২ টার সময় কুষ্টিয়া রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মজনুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় মরদেহের পরনে খয়েরি রংয়ের গ্যাবাডিন প্যান্ট এবং সাদা রংয়ের গেঞ্জি গায়ে ছিলো। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর রেললাইনের পাশে রেখে গেছে।
সহকারী পুলিশ সুপার মজনুর রহমান বলেন, পুরাদহ রেলওয়ের ওসি মোবাইলে জানান, চুয়াডাঙ্গা থানাধীন মোমিনপুর ইউনিয়নে টেংরামারি গ্রামের ১৪১/৮ পিলারের নিকটে এক অজ্ঞাত ব্যক্তির লাশ চোখ বাঁধা ও শরীরে জখম অবস্থায় ট্রেন লাইনের মাঝখানে লাশ পড়ে আছে। তারই প্রেক্ষিতে পুরাদহ ওসি মনজের আলীকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। লাশের অবস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে এখানে রেখে গেছে। লাশের শনাক্তের জন্য ডিবিআই ও সিআইডি টিম কাজ করছে। তথ্য উদ্ঘাটনের জন্য আমরা সবাই মিলে কাজ করছি কাজ করছি।

