অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, পুলিশ সদস্য কারাগারে

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের দায়ে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ সদস্য তাইজুল ইসলাম রুবেল (২৮) বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের মোস্তফা গাজীর ছেলে।

মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ আদেশ দেন। তিনি পিরোজপুর এসপি অফিসে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সুমি আক্তারের সঙ্গে বিয়ে হয় তাইজুলের। বিয়ের পর থেকেই তাইজুল বিভিন্ন সময়ে সুমির পরিবারের কাছে টাকা দাবি করতেন। গত বছরের ৫ আগস্ট ছুটি কাটাতে বাড়িতে আসে তাইজুল। এসময় প্রোমোশনের জন্য স্ত্রী সুমির কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন৷ টাকা না দিতে চাইলে সুমিকে বেধড়ক মারধর করে তাইজুল। এতে দুই মাসের অন্তঃসত্ত্বা সুমির গর্ভপাত হয়।

এ ঘটনায় সুমির মা হেলেনা বেগম বাদী হয়ে একই বছর ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাইজুল। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে গতবছর মামলা হয়। তদন্তে তিনি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ