ঝিকরগাছায় প্লাস্টিকের বস্তা ব্যবহারে ১৩ হাজার টাকা জরিমানা

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে দুই রাইস মিলকে জরিমানা করা হয়েছে। শাপলা ও কফিলউদ্দিন রাইস মিল নামের দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ছুটিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজারে ওই দুই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে শাপলা রাইস মিলের মালিককে ১০ হাজার ও কফিল উদ্দিন রাইস মিলের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে মুখ্য পাট পরিদর্শক, পরিদর্শক আক্তার হোসেন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাখাওয়াত হোসেন বলেন, ওই দুই প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছিল। সেখানে অভিযান পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন-২০১০ এর ১৪ ধারায় জরিমানা আদায় করা হয়।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ