মোংলায় করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫৩ দশমিক ২৮ ভাগ। মোংলা উপজেলায় করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ, বাগেরহাট সদরে ৬৩ দশমিক ১৬ শতাংশ, মোল্লাহাটে ৬১ দশমিক ৫৪ শতাংশ, শরণখোলায় ৬১ দশমিক ১১ শতাংশ।

বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২৪, শরণখোলায় ১১, মোল্লাহাটে ৮, কচুয়ায় ৩, ফকিরহাটে ১১, চিতলমারীতে ১ জন ও মোংলায় ৬ জন। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩১ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে বাগেরহাটে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এ সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৬০ জন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টিতে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে চলাফেরা করার কারণে দ্রুত সংক্রমণ বাড়ছে। এটাকে নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় প্রচেষ্টা চালানো হচ্ছে। বাগেরহাটে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জেলা সিভিল সার্জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ