যশোরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম (৫৫) নামে একজন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেটে এলাকায় এদুর্ঘটনা ঘটে।

আব্দুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ভোরের সাথী সংগঠনের সদস্য ছিলেন।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আব্দুল হাকিমের ঘড়ির দোকান আছে। তিনি যশোরের ভোরের সাথী নামে সংগঠনের সদস্য। প্রতিদিনের মতো শুক্রবার সকালে খুব ভোরে হাটতে বের হন। হাটা শেষে পৌরপার্কে জগিং করে বাসায় ফিরছিলেন। সকাল ৮টার দিকে রেলেগেট পার হচ্ছিলেন। এসময় বেনাপোলগামী বেতনা ট্রেন যাচ্ছিলো। হটাৎ পড়ে গিয়ে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই হাকিমের মৃত্যু হয়।

যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ