শাহ জামাল শিশির, ঝিকরগাছা (যশোর): যশোরের ঝিকরগাছায় সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাস চালু রেখেছিল শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান সেটি বন্ধ করে দেন এবং সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে সতর্ক করেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঝিকরগাছা পৌর সদরের পুরন্দরপুরে এই প্রি-ক্যাডেট স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই দিনে স্বাস্থ্যবিধি না মানায় দুই মামলায় ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ২১ জানুয়ারি থেকে দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আরো দুই সপ্তাহ বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পুরন্দরপুর এলাকায় শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল ক্লাস চালাচ্ছিল। খবর পেয়ে স্কুলটির ক্লাস বন্ধ করা হয়। এসময়, সরকারি নির্দেশনা মোতাবেক স্কুল খুললে আবারো সরাসরি ক্লাস শুরু করতে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ঝিকরগাছা বাজার ও থানার সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মাসুদুর রহমান ও মধু নামে দুজনকে ৭’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করা হয়।

