ঢাকা অফিস: ফেসবুক লাইভে এসে নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করা চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান। তার আগে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন। সে সময় জীবনের নানা হতাশা ও দুঃখের কথা তিনি তুলে ধরেন।
জানাজার আগে নায়ক রিয়াজ উপস্থিত জনসমাগমের কাছে তার শ্বশুরের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, তিনি জীবদ্দশায় অনেক ভালো কাজ করে গেছেন। নিজ এলাকায় মসজিদ, মাদরাসা গঠনে কাজ করেছিলেন। আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন।
আবু মহসিন খান ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

