জাগো বাংলাদেশ ডেস্ক: প্রতারনার মাধ্যমে স্বাক্ষতির ৪০টি চেক নেয়ার অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে।
(২৪ জানুয়ারি) সোমবার যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামের আলী মোল্যার ছেলে মেসার্স নিউ মোল্যা এন্টারপ্রাইজের মালিক মঞ্জুর হোসেন লাবু বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগ গ্রহন করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী রবিউল ইসলাম।
আসামিরা হলো সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক (এভিপি) আবু বক্কার সিদ্দিক, এফভিপি এসএমএ সোহান ও এফভিপি সফিউদ্দিন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ২১ মার্চ মঞ্জুর হোসেন লাবু ব্যবসায়ীক প্রয়োজনে সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখা থেকে ৯০ লাখ টাকা ঋণ গ্রহন করেন। এসময় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে স্বাক্ষরিত ২টি চেক দেন। পরর্বীতে তিনি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ওই দুইটি চেক দিয়ে চেক ডিজঅনারের মামলা করে ব্যাংক।
এ মামলার রায়ে আদালত তাকে একবছর করে দুই বছর কারাদন্ড দেয়। মঞ্জুর হোসেন লাবু কারাগারে আটক থাকা অবস্থায় আসামিরা তাকে কারাগার থেকে জামিন করে দিবে বলে স্ত্রীকে প্রলুদ্ধ করে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করতে হবে বলে লাবুর স্ত্রীকে দিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করান আসামিরা। আসামিরা কারাগারে লাবুর সাথে দেখা করে ৪০টি চেকে স্বাক্ষর করে নেন।
এরপর আসামিরা লাবুকে কারাগার থেকে বের করার কোন পদক্ষেপ গ্রহন করেনি। লাবু দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়ে আসামিদের কাছে চেকগুলি ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকেন। ২০২১ সালের ৩০ মে লাবু চেকগুলি ফেরত দেয়ার জন্য উকিল নোটিশ পাঠান। তারপর লাবু সাক্ষীদের নিয়ে ব্যাংকে যেয়ে তারিখ বিহীন স্বাক্ষতির চেকগুলি ফেরত চাইলে দিতে অস্বীকার করে আসামিরা। অবশেষে তিনি আদালতে প্রতারণার অভিযোগে এ মামলা করেছেন।
জাগো বাংলাদেশ/এমআই

