নিজস্ব প্রতিবেদক : যশোরে ডাম্প ট্রাকের চ্যাসিস চেক করতে গিয়ে মাথার উপর ডালা পড়ে আহমেদ আলী(২৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। আজ শনিবার(২২ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হামিদপুর, চাদপাড়া লানিয়ার মাঠে এ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী হামিদপুর গ্রামের আজিদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আহমেদ আলী মাটি ভরা ডাম্প ট্রাক নিয়েসে লানিয়ার মাঠে আনলোড করে। এ সময় সে ডালায় কোন সমস্যা অনুভব করে হাইড্রোলিক ডালা না নামিয়ে ট্রাক থেকে নেমে চ্যাসিসের মাঝামাঝি মাথা ঢুকিয়ে দেখতে যায়।
এ সময় হঠাৎ করে হাইড্রোলিক ফেল করে তার মাথার উপর ডালা পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরন করে।

