মণিরামপুরে দুই কৃষকের ফসল কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট : যশোরের মণিরামপুরে দুই দরিদ্র কৃষকের বেগুন ও রসুনের খেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনি কোলা এলাকায় ঘটনাটি ঘটে। এতে অন্তত ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে দুই কৃষকের।

ক্ষতিগ্রস্তরা হলেন, বড় চেতলা গ্রামের নজিম উদ্দিন ও নুরুল ইসলাম। পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের।

কৃষক নজিম উদ্দিন বলেন, ৫ কাঠা জমিতে বেগুনের চারা লাগাইছি। প্রায় বেগুন ধরার উপযোগী হয়েছে। শুক্রবার রাতে কে বা কারা সব বেগুন গাছ কেটে দিয়েছে।

তিনি বলেন, আশপাশের লোকজন ছাগল দিয়ে আমার কলা ও পেঁপে খেতসহ সবধরনের ফসলের ক্ষতি করে। বেগুন খেতে আমার ১৫ হাজার টাকা খরচ হয়েছে। গাছ কাটায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

রসুন চাষি নুরুল ইসলাম বলেন, প্রায় লোকজন ছাগল গরু দিয়ে ফসলের ক্ষতি করে। শুক্রবার ছাগল খেতে আসা নিয়ে বকাবকি হলে একপর্যায়ে হাতাহাতি হয়। ছাগল মালিক পক্ষ আমাদের মারপিট করে। পরে ছাগল মালিক আমাদের নামে ঝাঁপা ফাঁড়িতে অভিযোগ করে। বিকেলে পুলিশ এসে ঘুরে যায়। তারপর রাতে আমাদের ফসল খেত কেটে দেয়।

নুরুল ইসলাম বলেন, শনিবার সকালে খেতে যেয়ে দেখি কিচ্ছু নেই। আমার ৬ কাঠা জমির রসুন গাছ কেটে নষ্ট করে দিয়েছে।

ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ আকতারুল ইসলাম বলেন, ছাগল নিয়ে মারামারির ঘটনায় শুক্রবার এক নারী অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে দুই পক্ষকে ফাঁড়িতে ডেকেছিলাম। আসামি পক্ষ এসেছিছিলেন। অভিযোগকারী হাজির হননি।

তিনি বলেন, ফসল কাটার কথা শুনেছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ