নিরাকার আল্লাহর আকার সাব্যস্ত
অনেকেই করে থাকে অথচ বুঝেনা
সমগ্র জগৎ হতে আকারটা ছোট,
আল্লাহকে ছোট করা উদ্দেশ্য এদের।
আল্লাহ শব্দের অর্থ অভিধানে নেই
পরিভাষা দিয়ে তারে বুঝা যায় ভাল
অভিধান দিয়ে তারে বুঝতে গেলেই
আল্লাহ আর আল্লাহ রবেননা তাতে।
আল্লাহর সবগুণ ঠিকঠাক রেখে
আল্লাহর আলোচনা করতে গেলেই
কিছুক্ষেত্রে পরিভাষা মানতেই হবে।
অভিধান দিয়ে অর্থ করে যদি হয়
আল্লাহর গুণ ক্ষুন্ন, তবে পরিভাষা
দিয়ে সেটা ঠিক রাখা কর্তব্য সবার।
কবিতা প্রকৃতিঃ সনেট

