ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই বছর পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক-ডিসি সম্মেলন। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
তবে তার আগেই দুই কমিশনার ও ৫ জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার উল্লাহ জানান, সম্মেলনের আগে করোনা পরীক্ষায় বরিশাল ও রাজশাহীর দুই কমিশনার ও কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক পজিটিভ ধরা পড়েছে। ফলে তারা সম্মেলনে অংশ নিচ্ছেন না।
এবার রাষ্ট্রপতির দিক-নির্দেশনা গ্রহণের পাশাপাশি সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি জেলা প্রশাসকদের উদ্দেশে শুভেচ্ছা বাণী দেবেন। তাছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সামরিক-বেসামরিক সমন্বয় বিষয়ক অধিবেশন সংযুক্ত করা হয়েছে।
সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অংশগ্রহণকারী মন্ত্রণালয়, বিভাগ সংস্থা সংখ্যা এবার ৫৫টি। এতে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন।
সবশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন হয়। এরপর করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে জেলা প্রশাসক সম্মেলনও হয়নি।

