ডেস্ক রিপোর্ট:যশোরের চৌগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও পরিবেশনের দায়ে এক হোটেল ব্যবসায়ীর নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে শহরের ভিআইপি হোটেল নামে এক রেস্তোরাঁ মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ওই হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, শহরের অন্য রেস্তোরাঁগুলোতেও অভিযান চালানো হবে।
জাগোবাংলাদেশ/এমআই

