একদিনে ২৯১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪, সংক্রমণের হার ১১.৬৮ শতাংশ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরো ২ হাজার ৯১৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৪ হাজার ৯৬৪ জনের। সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

এর আগে, মঙ্গলবার (১১ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিলো। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৪৫৮ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ