মেসিকে ‘ভদ্রবেশী প্রতারক’ বললেন রিয়ালের সাবেক গোলরক্ষক

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক জের্জি দাদেক এবার বোমা ফাটালেন আর্জেন্টাইন খুদেরাজকে নিয়ে।

তার দাবি, যে মেসিকে এত ভদ্র দেখা যায় সে মেসি ভেতরে ভেতরে একদম অন্যরকম, যা কিনা মানুষ বিশ্বাসও করতে পারবে না। সাবেক বার্সা সুপারস্টারকে প্রতারক এবং যন্ত্রণাদায়কও বললেন দাদেক।

আত্মজীবনীতে এল ক্লাসিকোর স্মৃতি আওড়াতে গিয়ে মেসিকে রীতিমত ধুয়ে দিয়েছেন দাদেক। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। মেসি-গার্দিওলার যে জুটিকে মনে রেখেছে ফুটবল বিশ্ব।

কিন্তু দাদেক মনে রেখেছেন নেতিবাচক কারণে। তিনি বলেন, ‘সে (মেসি) ছিল প্রতারক এবং যন্ত্রণাদায়ক। বার্সেলোনা এবং পেপ গার্দিওলাও তাই। তারা খোঁচানোর জন্য প্রস্তুতই থাকতো এবং সেটা করতো নিখুঁতভাবে। তারা হোসে মরিনহো (রিয়ালের তখনকার কোচ) এবং তার দলকে ভীষণ কষ্ট দিতো।’

রিয়ালের সাবেক দুই ডিফেন্ডার পেপে এবং রামোসের সঙ্গে মেসির আচরণের প্রসঙ্গ টেনে দাদেক বলেন, ‘আমি পেপে আর রামোসের সঙ্গে মেসিকে এমন সব অসভ্যতা করতে দেখেছি যে, আপনি হয়তো তার মত ভদ্র এবং দেখতে ভালো মানুষ মনে হওয়া কারো কাছ থেকে এটা কল্পনাও করতে পারবেন না।’

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ