ডেস্ক রিপোর্ট: যশোরের মণিরামপুরে নবনির্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যান পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন গত সোমবার (১০ জানুয়ারি)। নিয়ম অনুযায়ী বিদায়ী চেয়ারম্যান পরিষদে হাজির হয়ে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেয়ার কথা থাকলেও মণিরামপুরে অধিকাংশ পরিষদে তেমনটি দেখা যায়নি। সদ্য সাবেক চেয়ারম্যান পরিষদে হাজির না হওয়ায় ইউপি সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত থেকে নতুন চেয়ারম্যানকে বরণ করে দায়িত্ব বুঝে দিয়েছেন।
তবে উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদে ঘটেছে এর ব্যতিক্রম। এ পরিষদের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক স্ব-শরীরে হাজির হয়েছেন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে। দায়িত্ব হস্তান্তরের এক মুহূর্তে নবাগত চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহকে বুকে টেনে নেন তিনি। এ সময় ফুল দিয়ে বরণ করা ছাড়া নতুন চেয়ারম্যানের মুখে নিজের হাতে মিষ্টি তুলে দিয়েছেন আব্দুল হক।
শুধু চেয়ারম্যান নয় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হাজির হয়েছেন এ পরিষদের পরাজিত ইউপি সদস্যরা। নতুনদের বরণ ও সাবেকদের ফুল দিয়ে বিদায়, একে অপরকে মিষ্টিমুখ করানো পুরো অনুষ্ঠানই যেন অন্যরকম আনন্দ এনে দিয়েছিলো উপস্থিত সবাইকে। যদিও ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এসব প্রার্থীদের কাছে হেরেছিলেন তারা।
সোমবার বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের ব্যতিক্রম এ সব ছবি মোবাইলে ধারণ করেন উপস্থিত অনেকে। মুহূর্তে তারা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। পরে ভাইরাল হওয়া ছবিগুলোতে বেশ প্রশংসা কুড়িয়েছে।
খেদাপাড়া ইউপি সচিব মৃনালকান্তি বলেন, সোমবার বিকেল সাড়ে চারটায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়। একজন সাবেক ইউপি সদস্য কাজে আটকে যাওয়ায় আসতে পারেননি। এছাড়া সাবেক চেয়ারম্যান মেম্বারসহ নতুন সবাই অনুষ্ঠানে হাজির হয়েছেন। নতুন এবং সাবেক সবাই একে অপরকে ফুল দিয়ে বরণ ও বিদায় জানিয়েছেন।
সচিব বলেন, এত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ করতে পারবো ভাবিনি।
এদিকে উপজেলার রোহিতা, হরিদাসকাটি, শ্যামকুড়, নেহালপুর ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে সোমবারের নতুন চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ সব পরিষদের সাবেক চেয়ারম্যানরা উপস্থিত হননি। ইউপি সচিব ও ইউএনওর প্রতিনিধিরা নতুনকে বরণ করে নিয়েছেন।
জানতে চাইলে শ্যামকুড় ইউনিয়নের ট্যাগ অফিসার মকবুল হোসেন বলেন, আমি অনুষ্ঠানের আগের দিন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের সাথে মোবাইলে কথা বলে তাকে অনুষ্ঠানে আসতে বলেছি। অনুষ্ঠানে হাজির হয়ে আবার তাকে ফোন করেছি। তিনি অনুষ্ঠানে আসতে চাননি।
গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া মণিরামপুরের ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ জন সাবেক চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছিলেন। বাকি ৯টিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।
জাগোবাংলাদেশ/এমআই

