চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো কৃষকের

আরো পড়ুন

প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (১৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার সময় জীবননগর উপজেলার বাজদিয়া গ্রামের কুবরেগাড়ী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন বাজদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজির হোসেন মঙ্গলবার বেলা সোয়া ১২টার সময় কৃষি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি কুবরেগাড়ী নামকস্থানে রেললাইন পার হবার সময় খুলনা হতে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজির হোসেনের মৃত্যু হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ