এখনি তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি নয়: ইরান

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খতিবজাদেহ জানিয়েছেন, রোববার তালেবানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকটি বেশ ইতিবাচক ছিল। তবে ইরান এখনই তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর্যায়ে নেই বলে জানান তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে একটি বড় উদ্বেগের বিষয়। এই উদ্বেগের কারণেই আফগান প্রতিনিধিদল ইরানে সফর করেছে এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে তালেবান প্রতিনিধিদল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরানে তালেবান প্রতিনিধিদের এটাই প্রথম সফর। গত আগস্টে রাজধানী কাবুল দখলে নেয় তালেবান।

কাবুলের পতনের পর থেকে ইরান সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে। তালেবান যদি সব ধরনের রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে পারে তবেই তাদের স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়।

রোববারের বৈঠকের আগে উভয় পক্ষই জানায় যে, তারা রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবহন এবং শরণার্থী সমস্যা নিয়ে আলোচনা করতে চায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ‘ভুল নীতির’ সমালোচনা করেছেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মানবিকতার ভিত্তিতে এবং আফগান জনগণ ও অর্থনীতিকে সহায়তা করতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

আমির আবদুল্লাহিয়ান প্রতিশ্রুতি দিয়েছেন যে, প্রতিবেশী দেশটিতে মানবিক সহায়তা চালিয়ে যাবে ইরান। তিনি বলেন, আফগানিস্তানের উদ্যমী জনগণের প্রচেষ্টা প্রমাণ করেছে যে, কোনো বিদেশি শক্তি আফগানিস্তান দখল করতে পারবে না এবং জনগণকে শাসন করতে পারবে না।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ