ডেস্ক রিপোর্ট: রোববার (৯ জানুয়ারি) বন্দরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, তিনি (শামীম ওসমান) আমার দলের লোক। তিনি আমাকে অপছন্দ করতেই পারেন। এটা কোনো ব্যাপার নয়। আমি আমার বড় ভাইকে সম্মান রেখে বহুবার চেষ্টা করেছি, বলেছি। আমার কিছু করার নেই, জনগণের রায়ই রায়। তারা ষড়যন্ত্র করবেন কিন্তু তা রুখে দেবে জনগণ।
তিনি আরও বলেন, আমি তাকে এটা (গডফাদার) বলিনি, এটা তার বিগত ত্রিশ বছরের উপাধি। শুধু নারায়ণগঞ্জ নয় সারাদেশ তাকে জানে।
তিনি আরো বলেন, কেন্দ্র সবকিছু দেখছে, তারা অবগত রয়েছেন। তারা কী ব্যবস্থা নেবেন সেটা তাদের ব্যাপার। আমার বিষয় জনগণ। কেন্দ্র কেন্দ্রের কাজ করবে, দল দলের কাজ করবে, জনতা জনতার কাজ করবে।
জাগোবাংলাদেশ/এমআই

