৮ বিভাগে ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: দেশের আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জানুয়ারি) গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে কেন এত ক্যান্সার হচ্ছে, এ নিয়ে গবেষণা করতে হবে। কেন মানুষ এ ধরণের অসুখে ভুগছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, আমরা চাই আমাদের প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জনশক্তি গড়ে উঠুক। আর এই অতিমারীকে আমাদের যেভাবেই হোক মোকাবেলা করতে হবে। এ জন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই আধুনিক, জ্ঞানসম্পন্ন একটি বাংলাদেশ হিসেবে। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ