ডেস্ক রিপোর্ট: দেশের আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৯ জানুয়ারি) গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে কেন এত ক্যান্সার হচ্ছে, এ নিয়ে গবেষণা করতে হবে। কেন মানুষ এ ধরণের অসুখে ভুগছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, আমরা চাই আমাদের প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জনশক্তি গড়ে উঠুক। আর এই অতিমারীকে আমাদের যেভাবেই হোক মোকাবেলা করতে হবে। এ জন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই আধুনিক, জ্ঞানসম্পন্ন একটি বাংলাদেশ হিসেবে। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন।

