নিজস্ব প্রতিবেদক: যশোরে রাষ্ট্র বিরোধী ও ধ্বংসাত্মক কর্মকান্ডে করার সময় বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি ককটেল বোমা, দুইটি লোহার রড, চারটি প্লাস্টিকের পাইপ ও ১২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এসআই সেকেন্দার আবু জাফর বাদী হয়ে আটক ৮জনসহ ৩৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।
আটককৃতরা হলো, শহরের পালবাড়ি তেতুঁলতলা মোড়ের একরামুল কবির সুমন (৩৫), চাঁচড়া চোরমারা দিঘিরপাড় এলাকার রবিউল ইসলাম রবি (৪১), সদর উপজেলার নূরপুর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেন মিঠুন (২৬), ঘুনি গ্রামের নাথপাড়ার হুমায়ুন কবির (৪১), নূরপুর উত্তরপাড়ার রিয়াজ উদ্দিন (৪৯), রাহেলাপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুল গফুর (৪৮), তরফ নওয়াপাড়া মোল্যাপাড়ার আতিয়ার রহমান (৪৫) এবং একরাম আলী (৫০)।
এই মামলার পলাতক আসামিরা হলো, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আনোয়ার হোসেন লাল্টু (৪৮), কিসমত নওয়াপাড়ার রাজু (৫০), ছোট শেখহাটি গ্রামের তরিকুল ইসলাম (৪০), ইকবাল হোসেন (৪০), আড়পাড়ার মধু (৩৮), পাঁচবাড়িয়া গ্রামের মশিয়ার রহমান বাবলু (৪৫), তোতা (৩৮), তালবাড়িয়া চিনেডাঙ্গা গ্রামের কবির (৪৫), শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের ওমর আলী বিশ্বাস (৫৮), বিরামপুর গ্রামের মোটা সাইদুর (৫০), চাঁন মিয়া (৪৫), আজাদ কুঁজো (৪২), বিরামপুর গ্রামের রফিক (৩২), সালতা গ্রামের সিরাজ খাঁ (৫০), কাশিমপুর গ্রামের মন্ডলপাড়ার আব্দুল জলিল (৫০), কাশিমপুর পূর্বপাড়ার জান্নাতুল ফেরদাউস (৪৭), ডাকাতিয়া গ্রামের আব্দুল মান্নান (৫০), তুহিন হোসেন (২৮), বিজয় নগর গ্রামের মোল্যাপাড়ার সেলিম হোসেন (৩২), কামাল মোল্যা (৩৮), মুকুল মোল্যা (৩২), শরুইডাঙ্গা গ্রামের শহর আলী (৪৫), এনায়েতপুর গ্রামের ইকবাল হোসেন (৫০), সফিয়ার রহমান (৫০), শ্যামনগর গ্রামের নিকারীপাড়ার কাশেম আলী (৩৫), ওসমানপুর গ্রামের দক্ষিণপাড়ার হারুন অর রশিদ (৩৮), কাশিমপুর গ্রামের দক্ষিণপাড়ার আমিনুর রহমান (৪৫), ডাকাতিয়া গ্রামের বাপ্পি হোসেন (৩০), নূরপুর গ্রামের মধ্যপাড়ার রেজাউল ইসলাম (৩৮), একই গ্রামের দক্ষিণপাড়ার সুমন হোসেন (৪০) এবং শফিক (৩০)।
এজাহার মতে, সোমবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সদর উপজেলার নুরপুর গ্রামের মুন্সি বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কতিপয় ব্যক্তিরা বোমা ও লাঠিসোটা নিয়ে ধ্বংসাত্মক মূলক কর্মকা-ের জন্য জড়ো হয়েছে। তিনি সংবাদ পেয়ে সেখানে পৌছালে পুলিশ দেখে আসামিরা পালানো চেষ্টা করে। কিন্তু পিছু ধাওয়া করে ওই ৮জনকে আটক কর হয়। তাদের কাছ থেকে এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া ৫টি ককটেল, দুইটি লোহার রড, ৪টি প্লাস্টিকের পাইপ ও ১২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের নাম পরিচয় জানতে পারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, আসামিরা রাষ্ট্রবিরোধী ও ধবংসাত্মক মূলক কাজের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে ওই বোমা ও লাঠি-সোটা নিয়ে উপস্থিত হয়েছিল বলে আটক আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানতে পারে পুলিশ। তাই বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। আটক আসামিদের গতকালই আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররেণ করা হয়েছে।
জাগোবাংলাদেশ/পি

