শার্শা ও নাভারনে এক রাতে ৫ জায়গায় চুরি

আরো পড়ুন

প্রতিনিধি : যশোরের শার্শায় এক রাতে কৃষকের ৪টি স্যালোমেশিন ও নাভারন বাজারে এক মুদি দোকান থেকে লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার দিনগত রাতে শার্শার খাজুরা মাঠ থেকে চোর চক্র ৪টি স্যালোমেশিন চুরি করে।

সূত্রে জানাগেছে, ৩ জানুয়ারী সোমবার দিনগত রাতের কোন এক সময়ে শার্শার খাজুরা মাঠ থেকে কৃষক জাহাঙ্গীর হোসেন, সফিকুজ্জামান, আদম আলী ও মনিরুজ্জামানের ৪টি স্যালোমেশিন চুরি করে নিয়ে যায়। ইরি ধানের ভরা মৌসুমে স্যালোমেশিন চুরিতে ৪ কৃষকের বড় ক্ষতি হয়েছে।

কৃষক জাহাঙ্গীর হোনের জানান, সোমবার রাতে তার সহ অন্য আরও ৩ জনের মোট ৪টি স্যালোমেশিন চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন ইরির ভরা মৌসুমে স্যালো চুরিতে তার অনেক ক্ষতি হয়েছে। এখন তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না।

খাজুরা গ্রামের কৃষক মাহাবুব হোসেন জানান, অনেক দিন চুরি হয়নি। এখন চুরি হচ্ছে। তিনি বলেন গরু ও ছাগল চুরি হচ্ছে। মাঠের স্যালো মেশিন চুরি হচ্ছে। তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে গত রবিবার দিনগত রাতে নাভারন বাজারের আইয়ুব স্টোর নামে এক মুদি দোকানের টিনের চাল কেটে প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারের শার্শা থানায় একটি সাধারণ জিডি হয়েছে। ব্যবসায়ী আয়ুর হোসেন বলেন, রবিবার নাভারন বাজার সাপ্তাহিক বন্ধ থাকায় ওই দিনগত রাতে চোর তার দোকানের টিনেরচাল কেটে ১ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন নাভারন বাজারে চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ