নৌকার বিজয় সুনিশ্চিত করেই ঘরে ফিরবে স্বেচ্ছাসেবক লীগ: আসাদুজামান মিঠু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকার প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামালের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী কর্মী সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদের ডাকবাংলোয় এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজামান মিঠু।

তিনি বলেন, নেতা নেতায় প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু নৌকা হলো শেখ হাসিনার। প্রতিযোগিতা কোনো অবস্থাতেই যেনো প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা মেয়র পদে মোস্তফা আনোয়ার পাশা জামালকে মনোনয়ন দিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ নৌকা প্রার্থীতে বিজয়ী করতে মাঠে থাকবে। বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে।

প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিলন। তিনি বলেন, স্ব স্ব জায়গা থেকে এই নির্বাচনে ক্যাম্পিং করতে হবে। ভোটারদের বাড়িতে বাড়ি যেতে হবে এবং নৌকায় মার্কায় ভোট আনতে হবে। মোস্তফা আনোয়ার পাশা জামালের বিজয়কে কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবিব শিপার।

বক্তব্য দেন যশোর সদর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এসএম মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-আহবায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদ মুকুল, ওমর শরীফ সাকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবি শিকদার, রনি আহমেদ, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কেটি, যুবলীগ নেতা জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, শাহাদত হোসেন, সেলিম হোসেন, শাহজামাল শিশির, মিন্টু মিয়া, মিজানুর রহমান, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান মিন্টু, আলিমুল মৃধা, ইনামুল মৃধা, ফজলে হোসেন বাদশা, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, মন্টু হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহবায়ক শাওন রেজা খোকা, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম হোসেন, রাজু আহমেদ, সবুজ হোসেন প্রমুখ।

জাগোবাংলাদেশ/এসএ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ