ডেস্ক রিপোর্ট: আগামী বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে খুলনা বিভাগের ৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোরের ২৬ ইউনিয়ন পরিষদ (সদর উপজেলায় ১৫ টি ও কেশবপুরে ১১ টি) রয়েছে।
পঞ্চম ধাপে খুলনা বিভাগের ৭১টিসহ সারাদেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।
ইউপি গুলোতে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব আতিয়ার রহমান জানিয়েছেন, প্রার্থীদের বিষয়টি অবহিত করার জন্য ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ প্রার্থী রয়েছেন।
প্রার্থিতা প্রত্যাহার শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন ও সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে চার ধাপের ইউপি ভোট সম্পন্ন করেছে ইসি। ষষ্ঠ ধাপের ভোট হবে ৩১ জানুয়ারি। আর সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করবে ইসি।
জাগোবাংলাদেশ/এসএ

