আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন হাফিজ

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: গত বছরের অক্টোবরে বয়স ৪১ ছাড়িয়েছে। এই বয়সে সাবেকদের তালিকাতেই থাকে নাম। তবে লড়ে যাচ্ছিলেন মোহাম্মদ হাফিজ। অনেকেই বলছিলেন কবে অবসর নেবেন মোহাম্মদ হাফিজ?এবার সেই প্রশ্নের উত্তর মিলল। হাফিজ জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো সোমবার জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। তবে আরও কিছুদিন খেলে যাবেন পিএসএলের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেট।

বিদায় বেলায় হাফিজ বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ১৮ বছর আগে শুরু করা পথচলা আজ আনুষ্ঠানিকভাবে ইতি টানতে চাই আমি। গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি আর ১৮ বছর ধরে যা খেলেছি, মর্যাদার সঙ্গে খেলেছি। মাঠ ও মাঠের বাইরের কার্যক্রমে সবসময় পাকিস্তানের পতাকাকে উঁচুতে রাখতে চেষ্টা করেছি আমি।’

রঙিন ক্যারিয়ারে তিনি নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানেরও। ক্রিকেটে আরও কিছুদিন টিকে থাকতে টেস্টকে গুডবাই বলেন ২০১৮ সালে। এরপর ব্যস্ত ছিলেন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে। কিন্তু এবার সেই লড়াইটাও থামিয়ে দিলেন। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হাফিজের। এরপর খেলেছেন ২১৮টি ওয়ানডে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গিয়েছিল পাকিস্তান। সেটিই হয়ে থাকল হাফিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৫৫ টেস্ট খেলেছেন হাফিজ। ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে হাফিজের আন্তর্জাতিক রান ১২৭৮০। ক্যারিয়ারে মোট ৩২ বার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এটি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বােচ্চ। হাফিজের উপরে আছেন শাহিদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯), ইনজামাম উল হক (৩৩)।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ