ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারপিট

আরো পড়ুন

প্রতিনিধি : বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় গভীর রাতে ঘরে প্রবেশ করে বৃদ্ধ দম্পতিকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

রবিবার রাতে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের অবসরপ্রাপ্ত আনসার সদস্য সৈয়দ আলী শেখের বাড়িতে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল এই লুটের ঘটনা ঘটায়। এ সময় সংঘবদ্ধ দলটি সৈয়দ আলী ও তার স্ত্রী মর্জিনা বেগমকে মারধর করে। এক পর্যায়ে তাদের চেতনানাশক ওষুধ স্প্রের মাধ্যমে অচেতন হয়ে যায় বৃদ্ধ দম্পতি।

দুর্বৃত্তরা সৈয়দ আলীর আলমিরাতে রাখা মেয়ে ও নাতনীর ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। সকালে গুরুত্বর অসুস্থ্ অবস্থায় ওই বৃদ্ধ দম্পতিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধ সৈয়দ আলী শেখের জ্ঞান ফিরলেও, অচেতন অবস্থায় রয়েছে স্ত্রী মর্জিনা বেগম।

প্রেমের টানে বাগেরহাট থেকে পালানো কিশোর-কিশোরীকে যশোরে উদ্ধার

বৃদ্ধ সৈয়দ আলী শেখের একমাত্র মেয়ে হিরাজী বেগম বলেন, সকালে আমার ছোট মেয়ে নানা বাড়িতে (সৈয়দ আলীর বাড়ি) গিয়ে দেখে সামনের জানালার তিনটি রড খোলা। ভিতরে প্রবেশ করে দেখে বাবা-মা অচেতন অবস্থায় পড়ে আছেন। বিষয়টি আমাদেরকে জানালে তাৎক্ষণিকভাবে বাবা-মাকে উদ্ধার করে স্থানীয় সাইনবোর্ড ক্লিনিকে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে দেয়। বাবার জ্ঞান ফিরলেও মা এখনো অচেতন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা শুনে বৃদ্ধ দম্পতির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জাগোবাংলাদেশ/পি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ