অবসরে গেলেন দুই সচিব

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: দুই সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান ও কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলামকে সরকারি কর্মচারী আইন অনুযায়ী অবসরে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) এ বিষয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে আনিছুর রহমানকে ৩০ ডিসেম্বর এবং মেসবাহুল ইসলামকে ৩১ ডিসেম্বর থেকে অবসরে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, তাদের এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্ট মঞ্জুর করা হয়েছে।

একইসঙ্গে বিধি অনুযায়ী উভয়েই অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

জাগোবাংলাদেশ/এসএ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ