রেজিষ্ট্রেশনের জন্য বাড়ি থেকে টাকা না দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা

আরো পড়ুন

পরীক্ষার রেজিষ্ট্রেশনের টাকা না দেওয়ায় পিতার উপর অভিমান করে জান্নাতুল ফেরদৌস দোলা(১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত রবিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে স্বজনরা দোলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত জান্নাতুল ফেরদৌস দোলা শহরের সুজলপুরের ইয়ার আলীর মেয়ে। দোলা ধর্মতলার পপুলার কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
দোলার বাবা ইয়ার আলী সমাজের কথা কে জানান, দোলা কয়েকদিন ধরে তার বাবার কাছে স্কুলে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৮ হাজার টাকা চায়। ৭ হাজার টাকা স্কুলের বেতন বাবাদ এবং ১ হাজার টাকা রেজিষ্ট্রেশনের জন্য। তবে তার বাবার অস্বচ্ছলতার কারনে তিনি ৮ হাজার টাকা দিতে পারেননি। ইয়ার আলী তার সক্ষমতা অনুযায়ী ১হাজার টাকা মেয়ে দোলার হাতে দেয়। এরিমধ্য গত শনিবার দোলার স্কুলের স্যারেরা দোলার বাড়িতে গিয়ে টাকার দাবী করে বলে অভিযোগ পিতা ইয়ার আলীর। পরে দোলার সাথে রবিবার দুপুরের দিকে তার বাবা ইয়ার আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোলা ঘরে ঢুকে দরজা দিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্থানীয়দের সহোযোগিতায় দরজা ভেঙে দোলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়াসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।
এঘটনায় পপুলার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আলী আহমেদ টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করে সমাজের কথা কে বলেন, দোলা দশম শ্রেণির ছাত্রী এটা সত্য, তবে তার রেজিস্টেশন গত বছর নবম শ্রেণিতে হয়ে গেছে। দশম শ্রেণিতে কোন রেজিষ্ট্রেশন নেই। এক প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক বলেন গত শনিবার স্যাররা তার বাড়িতে টাকা পয়সার জন্য যায়নি। দোলা অনিয়মিত এবং তার এসাইনমেন্ট জমা দেবার জন্য বলার উদ্দেশ্যে স্যারেরা গিয়েছিল।
কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, দোলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় দাগ ছিলো। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ