কানপুর টেস্টের প্রথম দিন আলো স্বল্পতার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। দ্বিতীয় সেশনের ৩৫তম ওভারে ৩ উইকেটে ১০৭ রান করেছিল বাংলাদেশ। এরপরই আলোক স্বল্পতার মধ্যে বৃষ্টির আগমন ঘটে, যা শেষ পর্যন্ত খেলার ইতি টানতে বাধ্য করে।
সকালের সেশনে ২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলার সুযোগ পায় তারা। এই সময়ে নাজমুল হাসান শান্ত (৩১) রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন। বৃষ্টির কারণে দেড় সেশনের বেশি খেলা পণ্ড হয়ে যায়।
মুমিনুল হক (৪০*) ও মুশফিকুর রহিম (৬*) মিলে চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অপরাজিত জুটি গড়েন।
সকালের সেশনে বাংলাদেশের দুই উইকেট তুলে নিয়েছিলেন পেসার আকাশ দীপ এবং এক উইকেট নেন অশ্বিন।
বাংলাদেশের প্রথম ইনিংস: ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ (মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪, মুশফিক ৬*, জাকির ০ ; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২, সিরাজ ০/২৭, বুমরা ০/১৯)।

