নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ৩ডিসেম্বর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিক উৎযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১’ শুরু হবে। প্রতিযোগিতায় যশোর জেলা দল অংশগ্রহণ করবে। জেলা দল গঠন কল্পে আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী উন্মুক্ত ট্রায়াল অনুষ্ঠিত হবে। নি¤œলিখিত খেলোয়াড়সহ আগ্রহী খেলোয়াড়দেরকে আগামী ২৫ নভেম্বর বিকাল ২টা ৩০মিনিটের মধ্যে ম্যানেজার আশরাফুল ইসলামের কাছে নিজ নিজ খেলোয়াড় সরঞ্জাম সহ যশোর শামস-উল হুদা ষ্টেডিয়ামে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
প্রাথমিক দলে ডাক প্রাপ্ত খেলোয়াড়রা হলেন- শরিফুল ইসলাম, বিশ^জিত সাহা, আক্তার বাবু, খোকা বাবু, মহিবুল হাসান ইমন, রানা, মাছুদুর রহমান বাবু, লিটন রায়, পলাশ হোসেন, জাহিদ হাসান, রাব্বি হাসান, সজিব হোসেন, কৌনিক আহমেদ শিপন, খালেকুজ্জামান সবুজ, সরোয়ার তালুকদার, আশরাফুল ইসলাম, আরঙ্গ, আব্দুর রহমান বাবু, কংকর, আরাফাত হোসেন, সাঈদুর রহমান সাঈদ, সুমন, শাকিল আহমেদ, প্রশান্ত কুমার, আশিক ম্হামুদ লিমন, মিনহাজুল করিম স্বাধীন, মেহেদী হাসান, রাব্বি হাসান রাহুল, রবিউল ইসলাম, সাগর দত্ত, আতিফ খান স্বর্গ, সাকিব হাসান, হাসান, বাপ্পি, তাজামুল ইসলাম, আকমল হোসেন নয়ন, কৃষ্ণ, সাজ্জাদ, আতিক হাসান, শিমুল, সজিব হোসেন, সুজন, রাকিব হোসেন ও ফারজিত রাফিউ। গতকাল যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
যশোর ফুটবল দল গঠনের লক্ষে খেলোয়াড়দের রিপোর্টের আহ্বান

