যশোরের অভয়নগরে যৌথবাহিনীর এক শ্বাসরুদ্ধকর অভিযানে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং দেশীয় অস্ত্রসহ রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ দল নূরবাগ এলাকার বাসিন্দা রাকিবুলের বাড়িতে হানা দেয়। তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডার উদ্ধার করা হয়।
আগ্নেয়াস্ত্র: ১টি পিস্তল ও ১টি শর্টগান ব্যারেল।* গোলাবারুদ: ১টি পিস্তলের ম্যাগজিন, ৩২ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি শর্টগান বুলেট, ২৪টি শর্টগানের খালি কার্তুজ এবং ৯টি পিস্তলের খালি কার্তুজ।* দেশীয় অস্ত্র: ৪টি ধারালো চাকু ও ১টি কুড়াল।* অন্যান্য: ৩টি পাসপোর্ট, ২টি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ৬টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড এবং ৩টি ইয়াবা সেবনের সরঞ্জাম।
আইনি ব্যবস্থা
আটক রাকিবুল সরদারের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
>
এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও, এত বিপুল পরিমাণ গোলাবারুদ কেন মজুদ করা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

